কথা আর প্রশংসার জোয়ারে ভেসে চলতে চলতে এক সময় বন্ধু, অতঃপর আপনজন।
সম্পর্ক লিখিত হোক বা অলিখিত, সকলের প্রতি সকলের সম্মান বাঞ্ছনীয়! অসম্মান বেদনার।
মানুষই মানুষকে দুঃখ কষ্ট দেয়! ইচ্ছা অনিচ্ছা বা মনের অজান্তেই। লাগামহীন কথায় মানুষ মানুষকে কাঁদায়!
বুদ্ধিমানেরা কম কথা বলে। মানুষ মাত্রই কথা বলতে ভালোবাসে হোক পরিচিত বা অপরিচিত।
পথচলায় রোজ দেখা হলে, পৃথিবীর সব দেশেই দেশের ভাষায় সালাম জানাই, ধন্যবাদ জানাই।
ক্ষমতার অপব্যবহার, দাপটে বা অহংকারের বর্শবর্তী হয়ে মানুষ মানুষকে অবমূল্যায়ন করে!
বিধাতা সম্মানিত করতে চাইলে, পথিমধ্যে শত বাধা পেরিয়ে একদিন সম্মানিত করবেনই।
সময়ও একদিন কথা বলে! অযথা কথা না বাড়িয়ে, জবাবে না গিয়ে বিধাতাকে স্মরণ করাই হলো উত্তম।
Post a Comment