সন্ত্রাসীদের দলীয় পরিচয় নেই এটি ডাহা একটা মিথ্যা কথা - রাছেল যামান

অনেকেই বলে সন্ত্রাসীদের কোনো দল নেই!  
চাঁদাবাজদের কোনো দল নেই! 
আমি বলি এটি ডাহা একটা মিথ্যা কথা! 
সন্ত্রাসের পিছনে দলীয় পরিচয় আছে বলেই সে সন্ত্রাসী কার্যক্রম করতে সাহস পায়! 
চাঁদাবাজের পিছনে দলীয় পরিচয় আছে বলেই সে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে! 
আপনি আমি যাদের দলীয় কোনো পরিচয় নাই তারাকি তা পারবো!

আপনি আমার এ কথা বিশ্বাস করলেননা!
করবেন কেমনে! আপনারওতো একটি দলিয় পরিচয় আছে! কিভাবে আমাকে বিশ্বাস করবেন!

একজন দলীয় পরিচয়হীন কেউ কি পারবে টেম্পো স্টান্ড দখল করতে! এলাকায়- এলাকায় চাঁদাবাজি করতে! বিভিন্ন অফিস আদালতে গিয়ে চাঁদা দাবি করতে! বিভিন্ন কোম্পানির পার্সেন্টিসে ভাগ বসাতে! কখনোই পারবেননা কারণ আপনার দলীয় পরিচয় নাই! চাঁদাবাজি করতে হলে দলীয় টিকিট দিয়েই করতে হবে!

আগে আওয়ামিলীগ এমন সুন্দর সুন্দর বুলি শুনাতো অপরাধী অপরাধ সাব্যস্ত হওয়ার পর দল এসে বলতো সে আমাদের দলের কেউ নয়! অপরাধীর সাথে দলের কোনো সম্পর্ক নাই ইত্যাদি ইত্যাদি! সেই পূরোন বুলি আমরা এখনো প্লে করতেছি! 

মনে রাইখেন জুলাইয়ের পর এদেশের মানুষ অনেক সজাগ এদেরকে আওয়ামিলীগ স্টাইলে বুলি পড়াতে আসবেননা!
তাহলে পরিনতি ৫ই আগষ্টের চেয়ে ভয়াবহ হবে!

Post a Comment

Previous Post Next Post