র‌্যাব-১৪ এর অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামের হাজীর বাড়ি মোড়স্থ “আমিরুল ওয়ার্কশপ”-এর সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১। সবুজ (২৫), পিতা– চাঁন মিয়া
২। মো. জনি (২৭), পিতা– মো. রবিউল ইসলাম
উভয়ের ঠিকানা: রহমতপুর (কাজিরগাঁও), থানা– কোতোয়ালী, জেলা– ময়মনসিংহ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯০ (নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৯,০০০/- (নয় হাজার) টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামিদের ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়।

Post a Comment

Previous Post Next Post