কালিগঞ্জে ৮ ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই- বাছাইয়ের উদ্বোধন

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাই কার্যক্রম সার্চ কমিটির সদস্যরা উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই-২৫) দিনব্যাপী এ কার্যক্রম বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয়।যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ইউনিয়নগুলো যথাক্রমে বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা। স্বতঃস্ফূর্তভাবে দিনব্যাপ বিএনপির নেতাকর্মী সমর্থকরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ এর টিম প্রধান তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য হাবিবুর রহমান হবি, জেলা সদস্য তারিকুল হাসান, শের আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান,আক্তারুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post