জুলাই শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর খাবার বিতরণ

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরনকারীদের স্মরণে এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামীর নাসিরনগর উপজেলা শাখা । জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নাসিরনগর স্থানীয় শহিদ মিনার এলাকায় এই খাবার বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. ছায়েদ আলী।নাসিরনগর উপজেলার শহীদ হাফেজ ইমরানসহ জুলাই অভ্যুত্থানে শহীদ সকল যোদ্ধার আত্মত্যাগ স্মরণে খাবার বিতরণ করা হয়। এসময় তাদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা জামায়েতের সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে জামায়েতের মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।

তিনি বলেন, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আত্মত্যাগের চেতনা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র।আমরা জুলাইয়ের চেতনায় উজ্জীবিত। কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসরদের হাতে দেশ তুলে দেওয়া হবে না।নাসিরনগর উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া মুখপাত্র জাহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায়র অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post