মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:য়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে কোতোয়ালী মডেল থানার দুটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার অস্ত্র মামলা (মামলা নং-১৩, তারিখঃ ০২/১২/২০২৪, ধারা: ১৯(এ), অস্ত্র আইন ১৮৭৮) অনুযায়ী গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১। মোঃ আবু সাঈদ (২২) ও ২। মোঃ নাঈম (১৮) নামক দুই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ১৯ জুলাই ২০২৫ খ্রিঃ রাত ৮টা ১০ মিনিটে কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবু সাঈদকে গ্রেফতার করে।
পরে একই দিন রাত ১১টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে অপর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ নাঈমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪।
Post a Comment