মহেশপুরের কোদলা নদীতে ভেসে থাকা লাশ উদ্ধার করলো বিএসএফ,

 

মোঃ অমিদ হাসান ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তঘেঁষা কোদলা নদীতে ভেসে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ভারতের কুলিয়া বিএসএফ ক্যাম্প। বুধবার (১৬ জুলাই) দুপুরে ভারতীয় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালবেলা মাঠিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন নদীর ভারত অংশে একটি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

খবর পেয়ে ভারতের কুলিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাগদা থানা পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহটি উদ্ধার করে। এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে তিনি বাংলাদেশি নাকি ভারতীয়—সে সম্পর্কেও নিশ্চিত কিছু জানা যায়নি।

মরদেহ উদ্ধারের সময় কোদলা নদীর দুই পাড়ে শত শত কৌতুহলী মানুষের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, মৃত ব্যক্তি বাংলাদেশি যুবকও হতে পারেন।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, "নদীতে লাশ ভাসতে দেখে আমরা বিএসএফকে অবহিত করি। তারা পুলিশ দিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো বাংলাদেশি নাগরিক নিখোঁজের তথ্য আসেনি।"

মরদেহটির পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত দুই দেশের সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post