মো:রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে ও জনগণের দ্বারে দ্বারে ছুটে চলেছেন কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আগামী দিনের টাঙ্গাইল ৭ মির্জাপুরে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনােয়ন প্রত্যাশী সাইদুল রহমান সাঈদ সোহরাব। তিনি মাসব্যাপী ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির প্রত্যন্ত গ্রাম-গঞ্জের মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
সাঈদ সোহরাব জুলাই মাসব্যাপী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ করবেন বলে জানা যায়।
মির্জাপুর উপজেলার বিগত ১৭ বছরের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক,সাবেক ছাত্রনেতা সাইদুল রহমান সাঈদ সোহরাব। বিএনপি১৯৯৬ ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাঈদ সোহরাব কে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিয়েছিলেন। পরে দল থেকে তা ফেরত নেওয়া হয়। ১৭ বছরের দুঃসময়ে মির্জাপুর বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। ছাত্র জীবনে রাজধানী ঢাকা রাজনৈতিক মামলায় একাধিকবার কারাভোগ করেন সাঈদ সোহরাব ।
লিফলেট বিতরণের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন মির্জাপুরে সক্রিয় রাজনীতি ও দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকায় তৃণমূলে জনপ্রিয় নেতা সাঈদ সোহরাব। সাঈদ সোহরাব ছাত্র জীবন থেকে রাজনীতি বিভিন্ন পদের দায়িত্ব পালন করিতেছেন।
সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সম্মানিত সদস্য (পরপর ২বার), অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি'র সাবেক সম্মানিত সদস্য,(খোকা /সালাম), টাঙ্গাইল বিএনপি'র বিপ্লবী সাবেক সহ সভাপতি, (আযম/তোফা), সাবেক সম্মানিত সদস্য টাঙ্গাইল জেলা বিএনপি। (হাসান /তোফা),সাবেক সদস্য জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। মির্জাপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাহিত্য/ প্রকাশনা বিষয়ক সম্পাদক। (রিজভী/ ইলিয়াস)। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাহিত্য /প্রকাশনা বিষয়ক সম্পাদক। (মিলন /আলম), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের সাবেক আহবায়ক।( ১৯৮৮/৮৯)ইং।,সাবেক নির্বাচিত জি,এস, ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসিন হল। ১৯৯০ইং।, ১৯৯৬ এবং ২০১৮ সালে পরপর ২ পার টাংগাইল (৭) মির্জাপুর আসন থেকে মনোনয়ন প্রাপ্ত।
সাঈদ সোহরাব বিগত আওয়ামী লীগের সময় আন্দোলন-সংগ্রাম, মিটিং-মিছিল করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে রাতে মশাল মিছিল, রাজধানীতে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার হামলা করে ভাংচুর করা হয়েছে। সাঈদ সোহরাব, অধিকাংশ সময় সংগঠন নিয়েই ব্যস্ত থাকেন। তরুণপ্রার্থী হিসেবে এলাকায়তার সমাদরও ব্যাপক। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির দুঃসময়ের কাণ্ডারী হিসেবে পরিচিত সাঈদ সোহরাব বলেন, দীর্ঘ ৩৪ বছর যাবৎ আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি ও বিএনপির দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। ১৯৯৬ ও ২০১৮ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছিলেন। অবহেলিত মির্জাপুরবাসীর চাহিদা পূরণে তরুণ প্রার্থী হিসেবে এবারও মনোনয়ন চাইবো এবং আমি আশা করি দলের মনোনয়ন আমিই পাবো।
তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং টাঙ্গাইল ৭ মির্জাপুর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
Post a Comment