নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ গত ৮ জুন ২০২৫, শনিবার রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী। তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে।
এই উপলক্ষে গত ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী মোহাম্মদ আব্দুল হাকিম।
মাহফিলে আরও দোয়া করা হয় সিলেট জেলার বালাগঞ্জ ও ওসমানী নগরের কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ আলীর আত্মার মাগফিরাত কামনায়।
এই আয়োজন করেন বালাগঞ্জ ও ওসমানী নগরের কৃষক শ্রমিক জনতালীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, পল্লী চিকিৎসক মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও গুণীজনরা উপস্থিত ছিলেন।
Post a Comment