বিদ্যুতায়িত ঘাস কাটার মেশিন কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ

মোঃ অমিদ হাসান ঝিনাইদহ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার বাস্তপুরে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, পরিবারে শোকের ছায়া

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাস্তপুর গ্রামে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল চারটার দিকে নিজ বাড়িতে ঘটে এই দুর্ঘটনা।

নিহতরা হলেন—আক্তারুজ্জামান (৫৫) ও তার সেজো ভাই আলম হোসেন (৪০)। তারা মৃত ইসাহাক মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আক্তারুজ্জামানকে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আলম হোসেনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে গবাদিপশুর জন্য ঘাস কাটার কাজ করছিলেন বড় ভাই আক্তারুজ্জামান। হঠাৎ মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশেই থাকা সেজো ভাই আলম হোসেন ছুটে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Post a Comment

Previous Post Next Post