জলঢাকায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি জলঢাকাকে যানজটমুক্ত করতে চাই। 

বুধবার (৯ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

জলঢাকা উপজেলা আমীর মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ, জেলা মজলিসে সুরা সদস্য মাওলানা আব্দুল্লাহ সালাফি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জামাতের জেলা কর্ম পরিষদের সদস্য প্রভাষক ছাদের হোসেন এবং উপজেলা নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post