কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ৫ ড্রাইভারকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর, মান মাত্রার অতিরিক্ত শব্দ উৎপাদনকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৪ পরিবহন ড্রাইভারকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা ভঙ্গের অপরাধে ২ টি বাস ও ২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া একটি ট্রাক্টরকে নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রেখে রাস্তায় চলাচল করে বায়ুদূষণের অপরাধে বায়ুদূষণ (নিয়ন্ত্রন) বিধিমালা ২০২২ অনুসারে সতর্কতামূলক ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপচাঁদ মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন।

এসময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম,পুলিশ বিভাগসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post