উথলীতে চিটাগুড়বাহী ট্রেনের বগি লাইনচ্যুত ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

মোঃ অমিদ হাসান ঝিনাইদহ প্রতিনিধিঃ 
রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলের ত্যাগে রাত সাড়ে ১০টায় পুনরায় সচল হলো ট্রেন চলাচল

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় একটি চিটাগুড়বাহী মালবাহী ট্রেনের গার্ড রেক (শেষ বগি) লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে করে খুলনা-ঢাকা ও উত্তরাঞ্চলের রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই পাকশী থেকে একটি রিলিফ ট্রেন রাত ৯:৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ১০:৩০ মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার হলে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে ঢাকা, রাজশাহী, খুলনাগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

রেলওয়ে কর্মকর্তা বলেন,
“উদ্ধারে আমাদের টিম নিরলসভাবে কাজ করেছে। এটি ছিল একটি কঠিন উদ্ধার অভিযান, তবে ত্যাগ ও প্রচেষ্টায় আমরা সফল হয়েছি।”

দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও নিরাপত্তা ইস্যুতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, রেললাইনের যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত চাপের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় জনগণ এবং রেল কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা যায়।

স্থান উথলী রেলপথ, জীবননগর, চুয়াডাঙ্গা
সময় ৪ জুলাই, বিকেল ৫:৪০
ট্রেন চিটাগুড়বাহী মালবাহী ট্রেন
লাইনচ্যুত গার্ড রেক (শেষ বগি)
উদ্ধার শুরু রাত ৯:৪৫
উদ্ধার শেষ রাত ১০:৩০
রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে
হতাহত নেই
তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

Post a Comment

Previous Post Next Post