নাসিরনগরে এসএসসিতে পাসের হার ৫৯.০৯ শতাংশ

তরিকুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর এসএসসির ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গতবছরের তুলনায় বেড়েছে পাসের হার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা যায়, ফলাফলে এ বছর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৩শত ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮শত ১৫ জন এবং শতকরা পাশের হার ৫৯.০৯শতাংশ।অন্যদিকে ২০২৪সালে উপজেলায় পাশের হার ছিল ৫৫.৮৮ শতাংশ।

এছাড়া এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪১ জন এবং ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪২ জন।

খোঁজ নিয়ে জানা যায়, এবছর উপজেলায় অংশ নেওয়া ১৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে উপজেলার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন, চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন,হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় ১জন,ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় থেকে ১জন,বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ থেকে ১জন এবং পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে উপজেলার দাখিল পরীক্ষায় নাসিরনগরে পাশের হার ৭৭। এ বছর উপজেলার ৬টি মাদরাসা থেকে ২শত ৫৯জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২শত১১ জন পরীক্ষার্থী।তন্মধ্যে মাদ্রাসা ই মিরানিয়া কচুয়া দাখিল মাদ্রাসা থেকে ৪ জন ও দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা থেকে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া উপজেলার চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি পরীক্ষায় পাশের হার ৮৩.৩৩ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাশ করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য জানান,গত বছরের তুলনায় এবছর উপজেলায় পাশের হার বাড়লেও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল অনেক খারাপ হয়েছে।

Post a Comment

Previous Post Next Post