ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যক্তি গ্রেফতার

পরিবেশের জন্য মারাত্মক হুমকি—নিষিদ্ধ পলিথিনের পাহাড় জব্দ, কসবায় কৃষ্ণচন্দ্র সাহা আটক
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কসবা পৌরসভার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পলিথিন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কৃষ্ণচন্দ্র সাহার বাড়ি থেকে ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হলেন শাহাপুর এলাকার মৃত রায়মন চন্দ্র সাহার ছেলে কৃষ্ণচন্দ্র সাহা (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন—
“নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে কৃষ্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ৬ হাজার ৫৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। তবুও দেশের বিভিন্ন এলাকায় গোপনে এ ব্যবসা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসলেও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন