র‌্যাব-১৪ কর্তৃক হারানো মোবাইল ফোন উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ র‌্যাব-১৪ এর বিশেষ উদ্যোগে গঠিত “Lost and Found Cell” কর্তৃক উদ্ধারকৃত ০৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নিজ হাতে এসব ফোন মালিকদের কাছে ফেরত দেন।

র‌্যাব জানায়, সম্প্রতি হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে বিশেষ সেল গঠন করা হয়। এরই অংশ হিসেবে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার উত্তরা ১১ নং সেক্টর ও গুলিস্তান, গাজীপুরের শ্রীপুর, কিশোরগঞ্জের ভৈরব ও হোসেনপুর এবং ময়মনসিংহ শহরের কোতোয়ালী এলাকা থেকে জিডি মূলে মোট ০৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক জানান, নাগরিকদের হারানো মূল্যবান জিনিসপত্র ফেরত দেওয়া ও অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, র‌্যাব-১৪ এর “Lost and Found Cell” ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

 হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার কার্যক্রমে র‌্যাবের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন