বিদেশে বসবাস মোহাম্মদ সহিদুল আলম

অবিশ্বাস্য হলেও সত্যি যে, একশো বছরেরও বেশি সময় আজো আইফেল টাওয়ার
দাঁড়িয়ে সেইন নদীর তীরে।

শতবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান পালন সহ আলোকসজ্জায় ভরপুর ও মনোমুগ্ধকর 
লেগেছিল আইফেল টাওয়ার। 

সারাপৃথিবীর সকলের ভালোবাসার প্রিয়
সৌন্দর্যময় স্বপ্নের পেরোনামিক শহর প্যারিস! আগন্তুকদের স্বপ্নের নগরী।

জীবনের কিছু সময় বেড়িয়েছি মা জননীকে নিয়ে, কেটেছিল মিষ্টি বিকেল আইফেল টাওয়ারে! শত শত মানুষের স্বপ্ন আইফেল 
টাওয়ার এ উঠা। শত শত মানুষের 
ভীড় সারাটিক্ষণে।

পৃথিবীতে সব দেশেই সুন্দর! নিজ নিজ প্রকৃতির সৌন্দর্যে নয়নাভিরাম, অপূর্ব এবং মনোমুগ্ধকর! জীবনের তাগিদে বিদেশে বসবাসে একটা 
সময় পরে স্বদেশে যেতে চায় এ মন!

স্বপ্ন দেখতে আর ভাবতে বেশ ভালো'ই লাগে! বয়স আর সময়ে আমরা হারিয়ে যাই ক্ষণে ক্ষণে!

স্বপ্ন কখনো কখনো সত্যিও হও। পরম শ্রদ্ধেয়া মা জননী'র দোয়া আর বিধাতার দয়ায়, সেই সাথে 
সকলের দোয়ায় আজও বেশ ভালোই আছি স্বপ্নের নগরী প্যারিসে।

Post a Comment

নবীনতর পূর্বতন