১০ টি আইটেম নিয়ে চালু হলো বহুল প্রতীক্ষিত জবির ফুডকোর্ট

সাদিয়া জান্নাত কেয়া , জবি প্রতিনিধি 
জবি  | ২৪ আগস্ট ২০২৫(রবিবার)
অবশেষে চালু হলো বহুল প্রতীক্ষিত জবির ফুডকোর্ট। কাজ শেষ হওয়ার পর অনেকদিন পড়ে থাকলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফুডকোর্টটি। ফুডকোর্টটির অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের সামনে। 

 ফুডকোর্টে বর্তমানে ১০ টি আইটেম পাওয়া যাচ্ছে, এর মধ্যে কফি ২০ টাকা, লেমন টি ২০ টাকা, দই,চিড়া,কলা ৩৫ টাকা, কাপ দই ৪০ টাকা, সিঙ্গারা ৫ টাকা,ভেজিটেবল রোল ২০ টাকা, লাচ্ছি ৩০ টাকা,আমের জুস ৫০ টাকা, পেঁপে জুস ৩৫ টাকা, ড্রাগন জুস ৫০টাকা। 

জার্নালিজম ডিপার্টমেন্টের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি রিয়ন বলেন," খাবার মোটামুটি ভালো, ২০ হাজার স্টুডেন্টের জন্য মাত্র ১টা ক্যাফেটোরিয়া ছিলো, এটা হওয়ায় ক্যাফেটোরুয়ার উপরে চাপ কিছুটা কমবে"

রসায়ন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সজল বিশ্বাস বলেন," খাবার অনুযায়ী দামটা একটু বেশি। আর এটা যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আশা করছি প্রশাসন এটার দাম কমানোর বিষয়টি দেখবেন"

ফুডকোর্টে উপস্থিত আরেক শিক্ষার্থী বলেন," অনেকদিন পর চালু হলো এতেই আমরা খুশি, তবে দামগুলো শিক্ষার্থীবান্ধব না, লেমন টি বাইরে ১০টাকা দিয়ে পাওয়া যায় আর এখানে ২০ টাকা"

Post a Comment

নবীনতর পূর্বতন