৪২ বছরের সাংবাদিকতার প্রেরণাদায়ী মুখ রবিন সিদ্দিকীর জন্মদিন

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫(শুক্রবার)
৩০ আগস্ট—বাংলাদেশের স্বনামধন্য সংবাদপত্র দৈনিক তৃতীয় মাত্রা-এর সম্পাদক ও প্রকাশক জনাব রবিন সিদ্দিকীর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নীলফামারীর মাটিতে জন্ম নেওয়া জনাব রবিন সিদ্দিকী শৈশব কাটিয়েছেন গ্রামে, পরে চলে আসেন রাজধানী ঢাকায়। পরিবারের সবার বড় ছেলে হিসেবে দায়িত্ব, ভালোবাসা আর শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি। শিক্ষাজীবন শেষ করে দীর্ঘ ৪২ বছরের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তাঁর সততা, প্রজ্ঞা ও সাহসিকতা তাঁকে আজকের এ অবস্থানে এনে দিয়েছে। কখনো লাল কালির দাগ পড়তে দেননি তাঁর কলমে—এটাই তাঁর সবচেয়ে বড় অর্জন।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতায় তাঁর বিশেষ অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছে। সংবাদপত্র হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া—সবখানেই তাঁর স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, বিচক্ষণতা আর নিরলস পরিশ্রম তাঁকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।

আপনার এই আগমন দেশ ও দশের কল্যাণে আরও ফলপ্রসূ হোক,
শুভ জন্মদিন, জনাব রবিন সিদ্দিকী।

Post a Comment

নবীনতর পূর্বতন