মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

তানভীরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 

আজ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম মাওলানা নুরুল্লাহ সাহেবের বাড়ীর দরজায় এই ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আতাউল্লাহ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-র আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এডভোকেট ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আয়েশা রা: মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল, সৈকত সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোনায়েম খান ফিরোজ। এ-ই ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের প্রায় ৪০০ জন রোজাদার উপস্থিত ছিলেন।  
উক্ত অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশনের নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশন কাছে সামনের দিকে চরবাটার সার্বিক উন্নয়নে অবদান রাখার আশা ব্যক্ত করেন। এই ছাড়াও আগত অতিথিবৃন্দ মরহুম মাওলানা নুরুল্লাহ সহ এই পরিবারের যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন উনাদের স্মৃতি চারণ করেন।
নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারী বলেন এই ফাউন্ডেশন কাজ করবে চরবাটা ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য। 

চরবাটা ইউনিয়নের মানুষের যে কোন সমস্যায় মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশন পাশে থাকবে বলে আশ্বাস প্রধান করেন।

আগত অতিথিরা মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post