আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে এনসিপির বিক্ষোভ মিছিল

তানভীরুল ইসলাম ফেনী জেলা বিশেষ প্রতিনিধি, 

আজ ফেনীতে বাংলাদেশ আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)।

জাতীয় নাগরিক পার্টি (এন সি পি), ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল অদ্য বিকাল ৫.০০ টায় ফেনী পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের মুল সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ উপস্থিত ছিলেন। এইছাড়াও কেন্দ্র ও জেলার অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বর্তমান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন ৯ মাস অতিবাহিত হলেও গনহত্যাকারী,ফ্যাসিস্ট দল আওয়ামিলীগের নিষিদ্ধ করা হয় নি।

বরং এর জন্য জনগনকে আন্দোলন করতে হচ্ছে। দেশের শিশু ও তরুণ প্রজন্মের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। অবিলম্বে এই হত্যার বিচার ও আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 

বক্তারা আরো বলেন দেশের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদের কালো থাবার কারণে জনগণ তাদের মৌলিক অধিকার হারাতে বসেছিলো। এসব অতিদ্রুত সংস্কার করতে হবে।

দেশের জনগনের অধিকার ফিরিয়ে দিতে গণ পরিষদের নির্বাচন দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post