মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গোলাম হামিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, শবনম আকতার এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেয়ামুতুল্লাহ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সরকারের সারাদেশব্যাপী গৃহীত স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে দেশের ১৫০টি উপজেলায় ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় মোট ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩,৮২৮ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় এসেছে।
শিক্ষার্থীদের খাদ্যতালিকায় রয়েছে—বিস্কুট, বনরুটি, ডিম, ইউএইচটি দুধ, কলা ও মৌসুমি ফল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রাণ কোম্পানির সরবরাহ করা ২০০ মিলিলিটারের দুধ তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক স্তরে সঠিক শিক্ষা নিশ্চিত করা গেলে শিশুরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ায় তারা আরও স্কুলমুখী ও পড়াশোনায় মনোযোগী হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হয়ে উঠুক এবং ভবিষ্যতে সমাজের উন্নয়নে অবদান রাখুক।”

একটি মন্তব্য পোস্ট করুন