ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিষ্ট্রেট ময়মনসিংহ কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জন দালাল কে বিনাশ্রম কারাদন্ড প্রদান

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২২ এপ্রিল সকাল অনুমান ০৯:৩০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত অতিঃ পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান, কোম্পানি কমান্ডার,সিপিএসসি, ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, ময়মনসিংহের নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ১। মন্টু মিয়া (২৫), ২। মোঃ মাসুদ (৪৫), ৩। মোঃ আলাল উদ্দিন (৬০), ৪। বিজয় দাস (৫০), ৫। আকাশ (২৪), ৬। সোবাহান মিয়া (৬৫), ৭। সুমন মিয়া (৩০), ৮। শাহাদাত হোসেন বাবু (৩৫), ৯। সাকিব হোসেন আলিফ (২৪), ১০। আনিস হোসেন রকি (৩৫), ১১। হামিদুল ইসলাম রবিন (৩০), ১২। সাদ্দাম (২৯), আসামীদের’কে মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর ধারা-১৮৬ মোতাবেক দোষী সাব্যস্ত করে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং গ্রেফতারকৃত আসামী ১৩। পারভিন (৩৫), ও ১৪। মোঃ আশরাফুল(২৭), দ্বয়কে যথাক্রমে ০১ (এক) মাস ও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত করতে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post