বটিয়াঘাটায় হাইব্রিড হীরা ধান -৯ জাতের বাম্পার ফলন

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধি :--

খুলনা জেলার বটিয়াঘাটা থানার ৫ নং ভান্ডার কোট ইউনিয়নের নোয়াল তলা গ্রামে হাইব্রিড হীরা ধান-৯ জাতের মাঠ দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের নোয়ালতলা গ্রামে কৃষক মো: লাইটন মিয়ার আঙিনায় আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের এক্টিং রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল আলম। 

এ সময় এলাকার শতাধিক ধান চাষি উপস্থিত ছিলেন। সভায় হীরা-৯ জাতের হাইব্রিড ধান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। 

প্রধান অতিথি সাইফুল আলম , ‘হীরা-৯ জাতের ধানে কোন চিটা নেই। ধানের বাইলের দৈর্ঘ্য ১০ ইঞ্চি। এক একটি শীষে ধানের ফলন হয়েছে ৩৯০টি করে। এক শতক জমতি ফলন এক মনের বেশী হয়েছে। তাই এ ধান চাষ করলে কৃষক অবশ্যই লাভবান হবে।’ মাঠ দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুপ্রীম সীড’র তেরোখাদা টেরিটরি ম্যানেজার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম রাহুল সভাপতিত্তো করেন মোঃ রেজাউল করিম সভাপতি কৃষক দল ভান্ডার কোট

Post a Comment

Previous Post Next Post