বাংলাদেশে ৬৬ ভারতীয়কে অবৈধভাবে ঠেলে দিল বিএসএফ

অনলাইন ডেস্কঃ চলমান ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয়কে অবৈধভাবে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। এরা সবাই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা কালবেলাকে বলেন, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি তাদের আটক করে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

Post a Comment

Previous Post Next Post