লাহোরে বিস্ফোরকবোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

ডেস্ক নিউজঃ লাহোর, পাকিস্তান — পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে বিস্ফোরকবোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার ভোরে লাহোরের ওয়ালটন বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটির আকার ছিল ১.৫ থেকে ১.৮ মিটার (প্রায় পাঁচ থেকে ছয় ফুট)। এটি ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল এবং শহরের সংবেদনশীল ভবনগুলোর দিকে অগ্রসর হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাহোর শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও তাদের প্রতিবেদনে এই বিস্ফোরণের বিষয়টি উল্লেখ করেছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এখনো এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post