মেলান্দহে ফুলতলা পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই থানায় অভিযোগ

শরীফ মিয়া স্টাফ রিপোর্টারঃ জামালপুর দেওয়ানগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ড চর ভবসুর নয়াপাড়া বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (২৮)। নিজের চালিত মোটরসাইকেল নিয়া গত ৩০/৪/২০২৫ বুধবার দুরমুঠ মাজারে ঘুরতে জেয়ে। বাড়ির দিকে আসার সময় মেলান্দহ ফুলতলা বাজারের দক্ষিণ পাশে। রাস্তার মধ্যে রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় পুলিশ পরিচয়ে আমাকে সিগনাল দিয়ে দাঁড়াইতে বলে। দাঁড়ানোর পর গাড়ির কাগজপত্র বের করতে বলে এমতা অবস্থায় গাড়ির উপরে এসে বসে এরপর কাগজপত্র না দেখেই জোরপূর্বক গাড়িটি নিয়ে চলে যায় । এরপর মোটরসাইকেল নিয়ে ফিরে আসেনি অনেক খোঁজাখুজি করার পর বুঝতে পারলাম ভুয়াপুলিশ পরিচয়ে মোটরসাইকেলটি ছিনতাই করিয়াছে। কোন উপায় না পেয়ে এ ব্যাপারে মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করি। গাড়ি বর্ণনা বাজাজ পালসার 150 সিসি ওজন ১৪৩ কেজি রেজীনং রাজশাহী মেট্রো ১১-৩৮-৬৯ রং লাল কালো ইঞ্জিন নং DHZWFG 71691 চেসিস নং MD 2 A11, CZ8 FW 98149 ।

Post a Comment

Previous Post Next Post