মাদকদ্রব্য সহ পিতা পুত্র আটক

মুনতাসিম বিল্লাহ তানিম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা পিতা-পুত্রকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ(ফেনসিডিলের বিকল্প নেশা) উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৫২) ও তার ছেলে জাহিদ হাসান(১৯)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়। পরে পিতা-পুত্র দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post