আ.লীগ নেতাকে পুলিশ থেকে ছিনিয়ে নিল ছাত্রদল নেতা

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ মঙ্গলবার (১৩ মে) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মশিউর রহমান নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হওয়ার পর স্থানীয় ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়ার নেতৃত্বে কয়েকজন লোক গ্রেফতারকৃত আ. লীগ নেতাকে পুলিশের হেফাজত থেকে ছিনেয়ে নেয়। জানা যায়,আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ও ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া একই গ্রামের আসাদুজ্জামান ভূঁইয়ার ছেলে। মশিউর রহমান ও জয়নাল ভুইয়া সম্পর্কে সৎ ভাই ।

ঘটনার দিন বেলা ১ টায় চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে ডেবিল হান্ট অপারেশনে চলাকালে চাতলপাড় বাজার এলাকা হতে চাতলপাড় ইউনিয়ন ১ নং ওয়ার্ড আ. লীগ এর সভাপতি অরুপ রায় ও যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান কে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারের পরক্ষণেই চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভূঁইয়া ও তার সঙ্গীরা মশিউর কে ছেড়ে দেয়ার জন্য মরিয়া হয়ে উঠে এবং পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে , এক পর্যায়ে পুলিশের কাছ থেকে মশিউরকে ছিনিয়ে নেয় ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পরে ঘটনাস্থল থেকে জয়নাল ভূঁইয়াকে আটক করে চাতলপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ ।পরে তাকে নাসিরনগর থানা প্রেরণ করা হয়। 

এ বিষয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মশিউর কে ধরার পর, জয়নাল আসামীদের ছিনিয়ে নিয়েছে । তার নামে মামলা করা হয়েছে । 

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম বলেন, ঘটনা সত্য , এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং দোষী ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি বিষয় জানতে পেরেছি, তবে এখন পযন্ত নির্ভরযোগ্য সুত্র থেকে তথ্য পাইনি।

Post a Comment

Previous Post Next Post