শ্রীবরদীতে ইয়াবা সহ জাসাস নেতা সাজু গ্রেফতার

শাওন আহাম্মেদ স্টাফ রিপোর্টার
শেরপুর | ২০ আগস্ট ২০২৫ (বুধবার)
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজারে ইয়াবাসহ মো: সাজু মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্রীবরদী থানার পুলিশ। 

মঙ্গলবার(১৯আগস্ট) রাত ৭ টার সময় কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাজু মিয়া ঐ ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের, মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। সাজু মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ বলছে, সাজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে ১১ পিছ  ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ, বলেন দীর্ঘদিন ধরে কাকিলাকুড়া বাজার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন সাজু।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আজ বুধবার দুপুরে আটক হওয়া সাজুকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন