যাদের ক্ষমতায় বসিয়েছি তারা জনগণের ভাষা বুঝতে চায় না, হাসনাত আব্দুল্লাহ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক জুড়ে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে বক্তব্য রেখে বলেন, "আমরা যাদের ক্ষমতায় এনেছি, তারা জনগণের কথা শোনেনি, মানুষের পালস বুঝতে পারেনি। তাই আমাদের রাজপথে নামতেই হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।"

তিনি আরও বলেন, "খুনিদের পুনর্বাসনের সুযোগ আর কাউকে দেয়া হবে না। জনগণের প্রাণের দাবিকে উপেক্ষা করলে পরিস্থিতি আরও কঠিন হবে।"

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন—"রাজপথ ছাড়বো না", "লীগ ধর বিচার কর", "ক্ষমতা নয়, জনতার অধিকার চাই।" তাদের সঙ্গে থাকা শিক্ষার্থীরা ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার স্মৃতি তুলে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

রাজপথে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে থাকে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে এনসিপি’র পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার পক্ষের কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বিক্ষোভ বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপের সৃষ্টি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Post a Comment

Previous Post Next Post