ক্যাপস্টোন কোর্স ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ: সেনাপ্রধান

নয়া বাংলা ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সুসংগঠিত নেতৃত্ব বিকাশে ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, কোর্সের অংশগ্রহণকারীরা সৃজনশীল চিন্তা, সংস্কারমূলক মনোভাব এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখবেন।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে 'ক্যাপস্টোন কোর্স-২৫/১' সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনাপ্রধান। তিন সপ্তাহের এই প্রশিক্ষণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক, সাংবাদিকসহ ৩২ জন অংশগ্রহণ করেন। সমাপ্তি অনুষ্ঠানে তিনি ফেলোদের মাঝে সনদ বিতরণ করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের উন্নয়নে কৌশলগত নেতৃত্ব প্রয়োজন এবং তা সফলভাবে বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, এই কোর্স জাতীয় বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও সমন্বিত চিন্তাধারা তৈরিতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post