নয়া বাংলা ডেস্কঃ পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান তাদের উন্নত সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্র ব্যবহার) কৌশল সম্পূর্ণরূপে প্রয়োগ করে ভারতের ড্রোনগুলো গুলি করে নামিয়ে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ৬ মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের পাঁচটি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত “ভীত ও আতঙ্কিত হয়ে” এসব ড্রোন হামলার আশ্রয় নেয়।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ভারতীয় বিমান হামলায় নিহতদের জন্য প্রার্থনা করার জন্য শেহবাজ তাকে ধন্যবাদ জানান।
Post a Comment