সিলেটের সীমান্তে খেলার মাঠ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকায় খেলার মাঠ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে খাসিয়া হাওর নামক স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, এই বিরানভূমি তারা বহু বছর ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাঠের বাইরে থাকা একটি পিলার সরিয়ে ভেতরে আনার চেষ্টা করে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই দেশের জরিপ দল সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানিয়েছে, এই এলাকায় যৌথ জরিপের কাজ চলছিল, যা ছিটমহল বিনিময় চুক্তির আওতায় হওয়ার কথা ছিল।

Post a Comment

Previous Post Next Post