জীবননগরে পাখিভ্যান দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী বৃদ্ধা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসানঃ ধোপাখালি দক্ষিণ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ৬৫ বছর বয়সী কোহিনুর খাতুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি দক্ষিণ পাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে মাদকখালি ভাদর মোড় এলাকায় পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হন কোহিনুর খাতুন তুনু (৬৫) নামের এক নারী।

নিহত কোহিনুর খাতুন উপজেলার মনোহরপুর গ্রামের মৃত বক্স মণ্ডলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কোহিনুর খাতুন দীর্ঘদিন ধরে নিজ গ্রামে ছোট পরিসরে কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সহজ-সরল ও পরিশ্রমী এই নারী এলাকার অনেকের কাছেই পরিচিত ছিলেন একজন পরিশ্রুত ও সংগ্রামী নারী হিসেবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে কোহিনুর খাতুন ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে একটি পাখিভ্যানে করে ভাদর মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত কারণে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সজোরে পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানে থাকা কোহিনুর খাতুন গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিচিতজনরা কোহিনুর খাতুনের হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাখিভ্যানটি জব্দ করেছে। দুর্ঘটনায় জড়িত চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে জীবননগর থানা পুলিশ।

এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সড়কে ছোট যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে এমন দুর্ঘটনা প্রাণঘাতী হয়ে উঠছে প্রতিনিয়ত।

Post a Comment

Previous Post Next Post