অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, দেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ এবং সীমান্ত এলাকায় আতঙ্কের কোনো কারণ নেই। কৃষকরা নির্বিঘ্নে ধান কাটতে পারবেন বলেও তিনি আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি ধান-৮৮ কর্তন উদ্বোধনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, অতীতে কৃষিজমির পরিমাণ বেশি ছিল, তবে জনসংখ্যা বৃদ্ধি এবং জমির সংকোচনের কারণে এখন উন্নত জাত ও কৃষি বিজ্ঞানীদের পরিশ্রমের ফলেই উৎপাদন ভালো হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকদের যেন ন্যায্য মূল্য নিশ্চিত করা যায় এবং তাদের উৎপাদন খরচ কমানো যায়, সে জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি কমাতে হবে এবং কৃষিজমি সুরক্ষায় নতুন আইন প্রণয়ন করা হবে। ভূমি ব্যবহার নীতিমালা ও কৃষিজমি সুরক্ষা আইন শিগগিরই কার্যকর হবে।
এ সময় তিনি কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন এবং বলেন, কৃষকদের জন্য উঠান বৈঠকের অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয়, সেটি নিশ্চিত করতে হবে। এই টাকা কেউ আত্মসাৎ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment