ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসানঃ মাথা ঘুরে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান নাসিমা খাতুন হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু, দাফনের অনুমতি দিয়েছে পুলিশ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাঁদে ধান শুকাতে গিয়ে নিচে পড়ে নাসিমা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর গ্রামে নিজ বাড়ির ছাঁদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন ওই গ্রামের ফাহিম উদ্দিনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধান সিদ্ধ করে ছাঁদে শুকাতে দেন নাসিমা খাতুন। দুপুরে ধান নেড়ে দেওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Post a Comment