হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক যুবতীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে সাব্বির আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর।
গ্রেফতারকৃত সাব্বির আহমেদ কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মহাসিন গাজীর ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী যুবতীর অভিযোগের ভিত্তিতে থানার ১৯ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী তরুণী (ছদ্মনাম: ইভা) জানান, সাতক্ষীরার নলতায় একটি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে সাব্বিরের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকেই সাব্বির তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। রাজি না হওয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় নিয়ে গিয়ে বিভিন্ন বাসায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগী আরও জানান, এসব ঘটনার একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। পরে সাব্বির তাকে কৌশলে ঢাকার বাসা থেকে নলতা সেবা ক্লিনিকে নিয়ে গিয়ে ৮ এপ্রিল ২০২৪ ইং তারিখে অজ্ঞান করে গর্ভপাত ঘটায়। এরপর আবারও বিয়ের আশ্বাসে গত ২১ জুলাই ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর একটি বাসায় নিয়ে গিয়ে তাকে পুনরায় ধর্ষণ করে। সর্বশেষ ১ জুলাই বিদেশে চলে যাওয়ার কথা বলে তাকে বাসা থেকে বের করে দেয়।
পরবর্তীতে ইভা নিজ বাড়িতে ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলেন এবং থানায় মামলা দায়ের করেন। মামলার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment