ভূরুঙ্গামারীতে বিতর্কিত নিয়োগ: ডিজিটাল সেন্টারের দায়িত্বে নাশকতা মামলার আসামি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্বে উপজেলার সদর ইউনিয়ন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। 

জানা যায়, শরিফুল ইসলাম বাবু (৩২) উপজেলার বাগভান্ডার গ্রামের আলহাজ্ব রমজান আলীর পুত্র। অভিযোগ উঠেছে তিনি তার দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী সরকারের আমলে উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হন।

দীর্ঘদিন ধরে তিনি উপজেলায় অবস্থিত 'বিনোদন স্টুডিও' নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবসা করে আসছেন। অথচ ডিজিটাল সেন্টারের মতো একটি জনসেবামূলক পদে রাজনৈতিক প্রভাবের কারণে অন্য যোগ্য প্রার্থীরা উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে ।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া নাশকতা মামলায় শরিফুল ইসলাম বাবু গ্রেফতার হন। কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। জামিনের পরও পূর্বের নেয় উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব পালন করছেন ।

এ বিষয়ে জানতে চাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “আমি এখানে নতুন এসেছি, গতকাল ছিলো আমার প্রথম কর্মদিবস। তবে বিষয়টি আমি দেখবো।”

Post a Comment

Previous Post Next Post