আসলেই কি কখনো ফুরাবে? দূর্নীতি মুক্ত দেশ হতে হবে। পরীক্ষা নিরীক্ষায় আরও অধিক পরিমাণে প্রয়োজন, সততা।
এটা শুধু বিমান দুর্ঘটনা নয়, এটা সমাজের প্রতিটি মানুষের ভাবনার বিষয়! আর কতোদিন ঘুমিয়ে রবে এ সমাজ!
দেশের উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এ সব হবে কি করে? ১৯৬২ সালের তৈরি যুদ্ধ বিমানটি, মিউজিয়ামে সংরক্ষিত এর বয়স!
সেই যুদ্ধ বিমান ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার আকাশে! তাও আবার নতুন পাইলট দিয়ে প্রশিক্ষণ, চিন্তার বিষয়!
কতো মা সন্তানহারা হলেন! কতো মায়ের সন্তান, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বেঁচে থাকার জন্য!
সম্মানিত দুই শিক্ষিকা নিজেদের প্রাণের বিনিময়ে বাঁচিয়েছেন স্কুলের বাচ্চাদের!শিক্ষিকা শুধু শিক্ষিকা নন, বাংলার দুই মা।
বাংলাদেশ প্রশাসন কর্তৃপক্ষ, সব সেক্টরে যেন ভাবনার তৎপরতা বৃদ্ধি ও সঠিক বাস্তবায়ন করেন। তবেই দেশ ও দেশের মানুষ বাঁচবেন।
Post a Comment