ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষন কর্মশালা

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষন শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও আলমপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ২১ জুলাই’২০২৫ইং রোজ সোমবার সকাল ১১:০০ টায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষন শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। 

আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ সামিনুর রহমান মহোদয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত ফলাফল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন ও যাচাই করা হয়।  

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেন। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা, ওয়ার্ডের বিপন্নতা এবং ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত সমস্যার আলোকে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা তৈরী করা।

সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচীর সাবডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ ওসমান আলী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফোরকান হোসেন, ওয়াল্ড ভিশন এর প্রতিনিধি সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যা বৃন্দ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও উদ্দ্যোক্তগন।

Post a Comment

Previous Post Next Post