সাপ নিয়ে খেলার খেসারত, প্রাণ হারাল মাহাফুজ

মোঃ অমিদ হাসান ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের এক কিশোর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। সাপ ধরে খেলার সময় ছোবলে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম মাহাফুজুর রহমান (১৬)। সে বিষয়খালী কেশবপুর গ্রামের মৃত মতিয়ার রহমান মতির একমাত্র সন্তান।

স্বজনদের বরাতে জানা গেছে, গত সোমবার বিকালে মাহাফুজ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের তালগাছ থেকে একটি সাপ ধরে এনে টিফিন বাটিতে রাখে। পরদিন মঙ্গলবার দুপুরে, সাপ নিয়ে খেলার সময় তার হাতে সাপে ছোবল দেয়। এতে সে প্রথমে নিজে নিজেই গাছের পাতা দিয়ে কামড়ের জায়গায় ঘষাঘষি করে এবং মুখ দিয়ে বিষ টেনে তোলার চেষ্টা করে, যার ফলে সে আরও অসুস্থ হয়ে পড়ে।

পরে তার সঙ্গী কিশোর বন্ধু সোহান পরিবারের লোকজনকে খবর দিলে বিকাল ৩টার দিকে মাহাফুজকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, “ছেলেটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সামান্য এক ভুলের কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল। সাপ নিয়ে কোনোভাবেই খেলা করা উচিত নয়। সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।”

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাত-আরা বলেন, “ছেলেটিকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু পরে অবস্থা জটিল হওয়ায় তাকে রেফার্ড করতে হয়।”

বুধবার সকালে জানাজার নামাজ শেষে মাহাফুজুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, ৩নং ওয়ার্ড মেম্বার আতিকুর রহমান আতিক, স্থানীয় স্কুলের ধর্মীয় শিক্ষক শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজি, ব্যবসায়ী দবির আলীসহ শতাধিক এলাকাবাসী।

Post a Comment

Previous Post Next Post