ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে হিরোইন সহ গ্রেফতার ০৭

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার সু-যোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ -০৭ জন কে গ্রেপ্তার করা হয়েছে। 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, মোঃ মইদুল ইসলাম অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ) অংকন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ সাকিনস্থ জয় বাংলা চত্ত্বর সংলগ্নের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর হইতে ০১ জুলাই মংগলবার ২১.০০ ঘটিকায় ৬১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শহিদুল ইসলাম, ২। খোকন চন্দ্র রায়, ৩। রকন হাসান , ৪। মোঃ জনি, ৫। রনি বনিক, ৬। মোঃ নাজমুল বারী খান ওরফে রাসেল, ৭। মাজহারুল ইসলাম নীরব, কে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন 

 গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, ছিনাতাই ও অন্যান্য মামলা রয়েছে ।

উদ্ধারকৃত ৬১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৭ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post