নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মকবুল হোসেন। বৃহস্পতিবার(৩ জুলাই) সকালে তিনি যোগদান করেছেন।
ডা. মকবুল হোসেন ইতিপূর্বে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মকবুল হোসেন নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের পাঠানিশার গ্রামের বাসিন্দা। শিশু বিশেষজ্ঞ হিসেবে এই চিকিৎসকের উপজেলাজুড়ে ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে।
উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করে তাৎক্ষিনক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমার লক্ষ্য নাসিরনগর উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা।চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Post a Comment