অনলাইন ডেস্ক- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাংশে বেশ কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার মাত্রা ১৮৮ মি.মি. পর্যন্ত পৌঁছাতে পারে।
সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম শহরের কিছু জায়গায় পানি জমে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ এবং বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি বেগে প্রবাহিত হচ্ছিল। সোমবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৫টা ১৬ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩.৮ ডিগ্রি। এ সময়ের মধ্যে টেকনাফে সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার সার্বিক চিত্র অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে দেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে তা শক্তিশালী অবস্থায় রয়েছে।
Post a Comment