রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়া এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেন,
"খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।"
তিনি আরো বলেন, জুলাই আন্দোলন চলবে দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে। যারা এই আন্দোলন ব্যর্থ করতে চাইবে, তাদের কঠোর জবাব দেওয়া হবে।"
সাম্প্রতিক সময়ে দেশের একাধিক নিরপেক্ষ সংবাদমাধ্যম সরকারি দুর্নীতি, নির্বাচনপ্রক্রিয়ায় কারচুপি ও বিদেশী শক্তির হস্তক্ষেপ সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সরকারবিরোধী চিত্র উন্মোচিত হওয়ায় সাংবাদিকদের ওপর নানা রকম চাপ, হয়রানির অভিযোগ উঠেছে।
গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের প্রকাশ্য হুমকি শুধু মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি।
Post a Comment