জামিনে মুক্তি পেলেন সেই বিএনপি নেত্রী

শাহনাজ খাতুন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন ১২ দিন কারাবরণের পরে জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল সুপার মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে আজ রাত পৌনে ১১টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে শাহনাজ খাতুনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে কিছুক্ষণ পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়।

গত ২৮ জুন রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাঁকে পুলিশ আটক করে।

Post a Comment

Previous Post Next Post