বেলকুচিতে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ" শীর্ষক আলোচনা সভা, শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ" শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সদস্য রেজাউল করিম, এবং ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী।

আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম ও প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম,

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন "অলওয়েজ"-এর উদ্যোগে গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবাই সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন।

বক্তারা বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Post a Comment

Previous Post Next Post