কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক

মুতাসিম তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ইউনিয়নের কুঠি চন্দ্রখানা এলকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। 

গত বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের কুঠি চন্দ্রখানা এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃতরা হলেন ফুলবাড়ী থানাধীন কুঠি চন্দ্রখানা এলাকার মোঃ আশরাফ আলী (৫০) ও একই এলাকার মোঃ শহিদুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, ২৩ জুলাই বুধবার দিবাগত রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফুলবাড়ী থানাধীন কুঠি চন্দ্রখানা এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি নিজ বসতবাড়িতে মাদক বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৫০২ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক কারবারি মোঃ আশরাফ আলী (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (৪০) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক কারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post