মোঃ আল আমিন ইসলাম (নীলফামারী) প্রতিনিধিঃ তিস্তা সেচ প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্টদের ক্যানেলগুলোতে সারাবছর পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব মোঃ কামাল উদ্দিন।
সোমবার (২১ জুলাই) তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং ডালিয়া অবসর হলরুমে স্থানীয় পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
সচিব বলেন, “সেচ ব্যবস্থার টেকসই উন্নয়নে ক্যানেলে সারাবছর পানি নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় অংশীদারদের সম্পৃক্ততা এবং অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, যান্ত্রিক ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান উপসহকারী প্রকৌশলী আপেল মাহমুদ, ফিরোজ ইসলাম, রাশেদ, মাসুদ ইসলাম, হাসেম আলী সহ প্রমুখ।
সচিব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এবং সেভাবেই কাজ করে যাচ্ছেন ডালিয়া ডিভিশন পানি উন্নয়ন বোর্ড,ও অমিতাভ চৌধুরী নির্দেশনায় ডিভিশনটি অনেক সফলতা অর্জন করেছেন ইতিমধ্যে। এবং সে ভাবেই কাজ করে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশন।
Post a Comment